আমি তো মেয়ে

কবিতা

0
947

কবি সাইদ খান

আমি তো মেয়ে তাই

আমার পানে সবাই থাকে চেয়ে।

জন্মের পর দাই মা,

তার পর কোলে নিয়ে দেখেন মা,

মেয়েটা সুন্দরী হলো কি না ?

তারপর যখন বড় হতে লাগলাম,

তখন বাড়ির সবাই দেখে আমাকে।

আমি কি করি, কোথায় যাই।

যখন হলাম যুবতি তখন মাস্তান থেকে ভদ্র লোক,

হলাম সবার চোখের খোরাক।

কারণ আমি যে মেয়ে।

কেউ দেয় শিস,

কেউ দেয় প্রেমের প্রস্তাব।

কিন্তুু কেউ দেখে না

আমার চোখে আঁকা স্বপ্নের ভাষা ।

আমিও মানুষ হতে চাই,

দেশের জন্য কিছু করতে চাই ।

তারপর পড়ে ঘটকের চোখ,

দেখতে আসে ছেলে পক্ষ।

দেখে নাক চুল পা আরও কতো কি?

শুরু হলো সংসার জীবন।

সেখানে শাশুড়ী দেখে রান্না,

কাজের দক্ষতা ইত্যাদি।

সব দেখার চাহিদা মিটাতে

পারলে মেয়ে হয় লক্ষ্মী,

না হলে অপয়া কুলোটা বেহায়া।

পিতার সম্পত্তি চাইতে গেলেও বলে,

তুমি তো মেয়ে তোমার এসবের কি দরকার?

আসলে আমাদের সমাজে মেয়ে মানে কস্ট মেয়ে মানে পাপ।

মেয়ে না হলে যে মা পেতো কোথায় একবার পুরুষ ভাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here