কবি আজিজুল হক
এই যে আমার দু’ চোখ জুড়ে
সকাল- সন্ধ্যা অশ্রু ঝরে
কোন সে কারণ, কেউ কি জানে?
নিশুতি রাত গুঁমড়ে কাঁদে
চোখের জলে প্লাবন বাঁধে
কোন সে কারণ,কিসের টানে?
এই যে জীবন অগোছালো
বালিশ চাপা কষ্ট গুলো
কোন সে কারণ, কেউ কি বোঝে?
একটা ব্যথা বুকের কোণে
ঝড় তুলছে নিশি- দিনে
কোন সে কারণ, কেউ কি খোঁজে?
এই যে এত ব্যথার চিত্র
বুকের মাঝে আঁকে নিত্য
কোন সে কারণ, কেউ কি দেখে?
একটা জীবন যাক না চলে
তুলসী পাতার শিশির জলে
কোন সে কারণ, কিসের শোকে?
কেউ কি দেখে,কেউ কি দেখে
ঝরা পাতার গল্প গুলো
বুকের খাতায় কেউ কি লেখে?