বৃষ্টির সংলাপ

কবিতা

0
670

ত্রিপুরা, ভারত থেকে

কবি টিংকুরঞ্জন দাস

টাপুর টুপুর বৃষ্টি সংলাপে

পথঘাটের ভিজে প্রলাপে

জোছনা তখন রেলিং এ অপেক্ষমান।

মাঝে মাঝে বিদ্যুৎ চমকে

জলের উর্দ্ধত্বকে

দেখে নেয় গাছেদের উলঙ্গ স্নান।

গায়ে গায়ে ষোড়শী পরশে

মেঘমালার মিলন হরষে

গুরুগম্ভীর বজ্রনাদে করে অভিযান।

এপার ওপার জলের ধারায়

মাটির বুকে আকাশ হারায়

জোছনা জড়ানো চপল আত্মাভিমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here