ক্ষত-বিক্ষত বক্ষ

কবিতা

0
617

কবি মোহাম্মদ আরিফ হোসেন

নিঃশ্বাসে আজ অনুভব করি

হৃদয়ের ঝিরি ঝিরি কষ্ট,

ক্ষত-বিক্ষত বক্ষে

তব করে দিলো সব নষ্ট।

নিঃশ্বাস আজ বহে মৃদুলয়ে

চিন্তারা সব আজ বন্দী,

ক্ষত-বিক্ষত বক্ষে আমার করিলো না কেনো সন্ধি।

নিঃশ্বাস আজ মরিতে চাহিয়া

পারিলো না ছাড়িতে পিছুটান,

ক্ষত-বিক্ষত বক্ষ মোর কে মারিলো বিষ বান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here