স্বপ্নের বাংলাদেশ

0
1407

কবি মাহাবুব আলম

আসবেরে সেদিন হবেরে যেদিন

 এই সোনার বাংলা ডিজিটাল

ভাগ্যের দ্বার খুলে দিয়ে আর

ঘুচাবে হাহাকার।
লাখ জনতার নিদ্রা করিয়া পরিহার

গুনতেছে প্রহরআসবে কখন?

স্বপ্নের দিন ক্লান্তি করিতে ত্রান ।
ভবিষ্যৎ রাহে প্রতীক্ষায়

ধরতে হবে না’ক ধার খুলিয়া ত্রানের দ্বার
হিম্মত করিয়া আসছে সেদিন 

টুটাবে দুর্দিন নেই’ক বেশি দিনতান

ভিশন টু থাউজেন্ট টুইন্টি ওয়ান।
সমুন্নত করে শীর , আমরা হবো বাঙালি বীর

বাংলার কুঁড়ে ঘরে পৌঁছে দিবো শান্তির নীড়

আমাদের  হুঙ্কারে গর্জে উঠবে সারা জাহান

ছড়িয়ে যাবে বহিঃ বিশ্বে এ বীর সেনানীদের নাম।
এ আসমুদ্র হিমাচলের মাঝে ছড়িয়ে আছে আটষট্রি হাজার গ্রাম

প্রতিটি গ্রাম ই আমার লাখ শহিদের দান।

পেয়ে থাকে তারা মায়ের সম্মান।

একটি গা যদি নিতে চায় কেউ কাড়ি

গুরিয়ে দিবো ওদের হস্ত দুখান
আমরা বাঙলা মায়ের সন্তান

আমাদের হুঙ্কারে ভীত সন্ত্রস্ত হবে

বহিঃশত্রু গণ ।

সার্বভৌমত্ত রবে  চিরদীন অম্লান
আমরা নইকো ভীরুর দলচেয়ে দেখো পূর্বাকাল

ছিনিয়ে এনেছি বিজয়

শক্তিধর করেছি বাহুবল।

একাত্তরের ঐ রক্তিম সূর্যে

উরিয়ে ছিলাম বিজয়ের পাল।
একটি বাঙালীও যদি বেঁচে থাকে নিয়ে তিক তিকে প্রাণ

একটি ধুলি কণাও তার

কেঁড়ে নিতে কেউ পারবেনা

রক্ত থাকতে বিদ্যমান।
গুঁড়িয়ে দেব বহিঃ ষণ্ডদের হস্ত দুখান

 আমরা বাংলা মায়ের সন্তান

আমরা বাঙালি সন্তান।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here