টোকাই

কবিতা

0
866

কবি শামীম আজগর

তোমরা যাকে টোকাই বল
সে কে জানো?
২ টাকার বাদাম বিক্রি করা
সে টোকাইটাও মানুষ!!!
তার চামড়ার রং কালো হলে কি হবে
তোমাদের ধাক্কায় পড়ে গিয়ে
আঘাত পেলে যে রক্ত বের হয়,
তার রংও কিন্তু তোমাদের
রক্তের মতই লাল!

তোমরা যাকে টোকাই বল
তারও একটা জীবন আছে
সে জীবনে একটা স্বপ্ন আছে!
তার স্বপ্নগুলো তোমাদের মত
রঙিন না হলেও কি হবে,
সেখানে কিন্তু দেশপ্রেম আছে
আছে মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা!

তোমরা যাকে টোকাই বল
তারও কিন্তু সুখ-দুঃখের অনুভ‚তি আছে
কষ্ট পেলে তার দু’চোখও
অশ্রæর জলে ভেসে যায়!
ছোট বোনটার মুখে হাসি ফুটিয়ে
সেও কিন্তু তোমাদের মত হাসতে জানে!

তোমরা যাকে টোকাই বল
তোমাদের ২ টাকা বাদামের প্রেম দেখে
তার মনেও কিন্তু প্রেম জাগে!
বস্তির পাশের ঘরের কিশোরিকে
চুপিচুপি কাঁচা হাতের প্রেমপত্র পাঠায়!!!
তোমাদের মত লিটনের ফ্ল্যাটে না গেলেও
সেও কিন্তু বিকেল থেকে সন্ধ্যে গড়িয়ে
কখনোবা নদীর ধারে কখনোবা
কাশবনের পারে কিশোরীর হাতটি ধরে
রঙিন সময় কাটায়!!!

তোমাদের মত আতশবাজির ঝলকানি
না থাকলেও, সেও কিন্তু
কোন এক বসন্ত বিকেলে
সে কিশোরিকে নববধু সাজিয়ে
ঘরে তুলে নেয়!
এক মুঠো জোছনার অলোয়
তার ভাঙ্গা ঘরে, ভাঙ্গা চালার নিচে
ফুলশয্যার বাসর সাজায়!!!

তোমরা যাকে টোকাই বল
তোমাদের মত সোনার চামচ
মুখে নিয়ে না হলেও
তার কুঁড়েঘর আলো করে
একদিন সেও বাবুর বাবা হয়!
সেও কিন্তু স্বপ্ন দেখে,
সেও আশায় দিন গুণে
একদিন তার বাবু
ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here