কবি মুহাম্মদ আবদুল লতিফ
আমার কাছে এক আকাশ তারা আছে
তোমার জন্য সাঁজিয়ে রেখেছি
নিজের মত করে প্রতিটির নাম রেখেছি
কুন্তল, সুনয়না, আরো কত কি।
এক পৃথিবী বৃষ্টি আছে আমার
মেঘের কাছে জমিয়ে রেখেছি
তুমি চাইলেই সে দেবে
কদমের অবগাহনে মুগ্ধ হবে তুমি
দু’হাত ভরে জল নিবে
চাইলেই শূন্যে দৃষ্টি মেলে
পান করতে পারবে বৃষ্টি সুধা।
আমার একটা পাহাড়ও আছে
অনেক কান্না জমিয়ে একটা ঝর্না বানিয়েছি সেখানে
তুমি চাইলেই নেমে আসবে ধারা
জলের নাচন তোমাকে মুগ্ধ করবে
তোমার নুপুরের ছন্দে ঐকতানে সুর তুলবে সে
ভিজিয়ে সিক্ত করবে তোমায়
অথচ তুমি বললে তোমার আকাশ চাইনা
তারা চাইনা, মেঘ চাইনা, বৃষ্টি চাইনা
কদম, অবগাহন কিছুই চাইনা
কোন ছন্দ, তাল অথবা সুরে
আবদ্ধ হবার ফুরসত নেই তোমার
তুমি চাও ঘোর তিমির
বজ্রপাতের সাথে পাল্লা দিয়ে ছুটতে চাও
দমকা হাওয়ার সাথে প্রতিযোগিতায়
তোমার অস্তিত্ব টিকিয়ে রাখতে চাও তুমি
তবে তাই হবে
আমার কুন্তল, সুনয়না নিভে যাবে
আকাশের সব মেঘ জমিয়ে রাখবো,
দিবাকরের প্রচণ্ড তাপে উত্তপ্ত হবে ধরনি
সমুদ্রের সকল জল বাস্প হয়ে শুন্যে উঠে আসবে
তুমি অন্ধকার পাবে, বজ্রপাত পাবে
আমার অস্তিত্বের বদলায়
ঘুর্নিঝড়, টর্নেডো সব পাবে তুমি।