ক্লান্তির মানচিত্র

কবিতা

0
963


কবি আজম পাটোয়ারী

এক সত্ত্বা এক- অস্তিত্ব
তুমি নও নারী
তুমি নও মানবী,
না তুমি পুরুষ
কিংবা মানব।
তুমি তৃতীয় পক্ষ ও নও,
তুমি এক সত্ত্বা
বিলিন হওয়া এক অস্তিত্ব।
খুঁজেছি আমি তোমাকে
খুঁজেছি আমি সবখানে,
খুঁজেছি পৃথিবীর আনাচে-কানাচে।
সুদূর নক্ষত্রের দেশে
খুঁজেছি জোনাকির বেশে।
পাইনি কোথাও তোমায়,
পাইনি তোমার ছোঁয়া।
বাতাসে গন্ধ শুনেছি
খুঁজেছি পড়ন্ত বালু চড়ে।

তুমি হারিয়ে গেছো দূরে
হারিয়ে গেছো আপনার থেকে,
এক সত্ত্বা এক অস্তিত্ত্বে
আত্মভোলা প্রতি ছায়া হয়ে।
জানি তোমায় জানি আমি
সেই আদি কমলার রূপে।
তুমি নও নারী কিংবা পুরুষ
অথবা তৃতীয় পক্ষ ও না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here