কবি মুহাম্মদ আব্দুল লতিফ
হাজার বছর ধরে প্রতীক্ষা করছি
প্রতীক্ষায় আছি লক্ষ বছরের প্রেম নিয়ে
হয়ত তুমিও অপেক্ষা করছ
কোটি বছরের ভালবাসা পুঞ্জিভূত করে।
শরতের স্বচ্ছ আকাশে
এক পাল সাদা বক যখন নীল ক্যানভাসে আঁচড় কাটতে কাটতে
উড়ে যাবে গন্তব্যহীন যাত্রায়
আমরা চার চোখের ক্লান্তিহীন চেয়ে থাকায়
মুগ্ধ হবো। ভাববো আমরাও হয়ত
এমনিভাবেই উড়ে যেতে চেয়েছিলাম,
নীলিমার সব নীলে সাদা পালকের স্পর্শে
আঁকতে চেয়েছিলাম স্বপ্নের পথ
কোটি কোটি বছর আগে।
বর্ষার টইটুম্বর ব্রহ্মপুত্রে
পাল তোলা নৌকার সারি যখন জলের তলে বিলি কেটে কেটে
চলে যাবে অজানা সীমানায়
স্বচ্ছ জলে নৌকার প্রতিচ্ছবি দেখবো
দেখবো আমাদেরও,
চিৎকার করে করে উচ্চারিত ভালবাসার প্রতিটি ধ্বনি
সৃষ্টি করবে অদৃশ্য অনুরণন
মনে হবে এমনি করেই পালের ছায়ায় স্বচ্ছ জলের আলিঙ্গনে
ছুটে যেতে প্রতীক্ষা করেছি শত যুগ ধরে।