মগ্ন জলে

কবিতা

0
916

কবি সালাহউদ্দিন আহাম্মদ

স্বাধীন হলাম সবে;
পাথর বেঁধেছি কবে
যখন প্রণয় হায়
তোমার আমার পায়।
আকাশ সাঁৎরে
বাতাস হাতড়ে
এখানে ওখানে
অন্য কোন খানে
তোমার আমার
এ কোন খেয়াল।

আকাশের ফিনফিনে চাদরের নীচে
মৃত্যু দুঃখ মুক্ত শরীর তোমার আমার।
আমাদের সব হারানো শরীর
যেন কবিতার মুক্তক ছন্দের মতো
বিচ্ছিন্ন লিরিক।

রহস্য যখন শিল্পের অতীত,
হৃদয়ের খাদে যখন পতিত
আলোর মুক্তির হাতছানি,
তখনি কেবল তখনি আমরা
বিস্ময় জাগানো কণিকার মতো;
দশ হাজার বেলে কণার ভেতর।
সমুদ্র শৈবালে ডুবন্ত প্রেমিক, সন্ন্যাসী আর
এদের উপর ছেয়ে থাকা গুগলি শামুক।

মগ্ন জলে কোন পাতালে
তোমার আমার আবার দেখা
কুঁচকে থাকা
জীবনের খোলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here