কবি ফারুকুর রহমান চৌধুরী
জীবনের প্রতিটি মুহুর্ত,
তিলে তিলে করেছি ক্ষয়
শরীরের রক্ত, ঘাম, শক্তি
মেধা
আমার সমস্ত ত্যাগ ছিল,
শুধু তোমাদের জন্য।
শৈশব কৈশোর যৌবন- বিলিয়েছি,
শান্তি সম্পীতি সংগ্রামে।
হিসেব করিনি, আমি হিসেব করিনি,
পাওয়া না পাওয়ার।
অথচ সেই তোমরা…..
ক্লান্ত পরিশ্রান্ত
শ্রাবনের আলোস্নাত
ভোরে
নিবিয়ে দিলে সমস্ত প্রদীপ !
আমি তো মানুষ, হতেও পারে ভূল
তাইবলে এভাবে?
দু:খ নেই। দু:খ নেই,
আমি অভিশাপ দেব না।
তোমরা যে মানুষ….
আজ এই ম্রিয়মান সূর্যলোকে
তোমাদের কাছে আমার
একটাই প্রত্যাশা,
বেঁচে থাকও, বেঁচে থাকও
হাজার বছর
নিজেকে বিলিয়ে দাও পরের
তরে,
হায়েনার মুখে জ্বালিয়ে মশাল
বাঁচিয়ে রাখো স্বাধিনতা।