ভালোবাসার সনেট

কবিতা

0
953

কবি জীবিতেশ চন্দ্র বিশ্বাস

যা শুধু সুগন্ধ আনে, দাবদাহে স্মৃতিমুগ্ধ বৃষ্টির তাড়া,
যদি পৃথিবীর সবগুলো গোলাপবাগান, শিশির-সজল,
আবার আনত হয় কর্দমাক্ততায়– এমন সৃষ্টিছাড়া
ঝড় যদি ওঠে, অমন জোছনা-বিদ্ধ হৃদি-মোহনাকে
মুছে দিতে বিরাট মোষের মেঘদল যদি আসে নেমে;
নাব্যতার সুরম্য খেয়ায় যদি সাগরের সব নোনা জল
লিপ্সাতুর জিহ্বায় চেটে নেয় শেষটুকু পলি
পুণ্যলোভী পরার্থপরতার ধর্মের ক্ষুরধার তরবারিটাকে
তখনও খুঁজতে যদি দেখি নাগরিক ব্যসনের ফ্রেমে;
অচেনা প্রশান্তি নিয়ে সকল মনিব হয়ে যায় ভৃত্যের বলি
বিশ্বাস বাষ্পীভূত মুখ-ঢাকা অতিদীর্ণ দুহাতের ওমে;
যদি দোকানে বিক্রি হয় সততা ও অনায়াস হাসি!
ওলাউঠা অতীতের ঘুমন্ত মমির শুকনো পাতার পশমে
রোদের কুসুমলোভী প্রতিগৃহে সুর হোক,সেরে উঠবার–
‘ভালোবাসি’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here