আমরা সবুজ

কবিতা

0
916

কবি নূর এ আলম

আমরা শিশু আমরা ছোট

আলোর পথের যাত্রী,

আলোর ছোঁয়ায় করবো রে

দূর

আঁধার কালো রাত্রী।

আমরা সাহস রাখবো বুকে

ভয় করিনা ভয়,

জ্ঞানের সুবাস ছড়িয়ে

মোরা করবো ভূবন জয়।

আমরা সবুজ আমরা কাঁচা

আমরা ফুলের কলি,

আমরা গানের নতুন পাখি

নতুন সুরের অলি।

আসবে আসুক কষ্ট বিপদ

আমরা যাব দোলে,

আমরা জগত রাঙিয়ে দেব

খুশির কলরোলে।

আমরা আশার নবীন নিশান

আমরা করবো জয়,

সব ভেদাভেদ ঘুচিয়ে বিশ্ব

করবো শান্তিময় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here