আম্পান

কবিতা

0
496

কবি বাবুল আকতার

আম্পান, শব্দটি যেমন বন‍্যার গভীর

ভয়াবহে তছনছ করেছে করোনার

বিষ বাষ্পে সংক্রমিত রিক্ত,

নিঃস্ব এই আধমরা আমাদের,

তেমনি উচ্চারণ গত কিংবা ব‍্যাকরণ

গত ভুলেই হোক বিভ্রান্ত ছড়িয়েছে আদ‍্যপান্ত।

কেউ বলছে আস্ফান,

কেউ লিখেছে আম্ফান,

আর কেউ আম্পান।

পিলে চমকানো ভয়ঙ্কর শব্দে

কেঁপে উঠে ভুক্তভোগীর প্রান,

রোজগার হীন ক্ষুধার্ত মানুষের

আশ্রয়স্থল কেড়ে নিল আম্পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here