হিমাদ্রিনী ও সত্য

0
962

কবি আজম পাটোয়ারী

তুমি জান না আজ সত্য,

জানে ঐ মন ঈশ্বর আমি

তোমাকে কত ভালবাসি,

বলতে গিয়ে আজও তা বলতে পারিনি।

হিমাদ্রিনী তুমি জান না আজ সত্য,

জানে ঐ মন ঈশ্বর আমি

তোমার আপনতায় কতটা মিশে আছি,

আর ছুতে গিয়ে আজও

তোমায় ছুতে পারিনি।

হিমাদ্রিনী তুমি জান না আজ সত্য,

জানে ঐ মন ঈশ্বর কত প্রহর

কাটিয়েছি তোমার পথের চাতক হয়ে,

নির্ঘুম হুতুমের সঙ্গী সেজে নিশুতি রাতে।

তোমায় দেখব বলে দক্ষিনা

জানালা খুলে রাখি বেলা -অবেলায়,

যদি কখনও তুমি এসে ফিরে যাও না পেয়ে আমায়।

দু’চোখের পাতা কে পাথর করেছি,

তারা যেন পলক না ফেলে এক ঝলক।

সবুজ বনের তেপান্তরে স্বপ্ন বেধেছি,

তোমায় সেথায় রাখব বলে যতনে লুকিয়ে।

হিমাদ্রিনী তোমার জন্য আমার মন,

জানে ঐ মন ঈশ্বর তোমার জন্য আমার সপন,

জানে ঐ মন ঈশ্বর তোমার জন্য

আমার আপনার আপন,

জানে ঐ মন ঈশ্বর।

বিশ্বাস কর বা নাই বা কর তুমি,

জানে ঐ মন ঈশ্বর।

এক দিন হয়ত তুমিও জানবে কিংবা

দেখবে সব নিজের আত্নার অনুভবে।

আর সে ক্ষণে হয়ত আমি

থাকব না তোমার পরশ ছুয়ে,

চাতক তোমার পথে।

হয়ত তখন থাকব আমি বসে

ঐ দূর নীলের দেশে ভোরের

শুকতারার সাথে মিশে।

তুমি জান না আজ এর কিছুই,

তবে ঐ মন ঈশ্বর সবই জানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here