নীল শাড়ি

0
4455

ফরিদুল ইসলাম

নীলিমার চাঁদের আলোয় 
আসিও না নীল শাড়ি পড়ে,
আমার মনের আঙ্গিনায়।
হয়তো! কাকতাড়ুয়া বেসে
ভালোবাসবো তোমাকে, 
অনাদ্র এক যৌবনের তালে।
হয়তো! শাড়ির আঁচলে 
লুকিয়ে থাকবে,
নিষ্পাপ নিরাদ্র ভালোবাসার টান।
অনাঙ্কিত নেশার টানে 
হয়তো জড়িয়ে ধরতে পারি?
তোমার কুসুম-গরম শরীর কে।
হয়তো! লাল গুচ্ছ গোলাপে,
ভরিয়ে দিতে চাইবো
তোমার চাহিদার সেই মনকে।

হয়তো! নীল শাড়িতে তুমি 
পরীর বেসে আসবে,
অম্বরের পানে চেয়ে।
অসীম আকাশে নীল
হয়তো! তখন হারিয়ে যাবে,
তোমার শাড়ির আঁচলে।

নীল শাড়িতে আসবে যেদিন 
আমার কাছে তুমি, 
হয়তো! সেদিন কবি ঠাকুরের বেসে
দু একটা কবিতা রচিত হবে।
নয়তো! তোমার নীল শাড়ির,
অপুরুপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে
হারিয়ে যাবে কবিতার ভাষাগুলি।
তাই আসিও না হয় নীল শাড়ির বেসে,
আমার মনের আঙ্গিনাতে।

নীল শাড়িতে আসবে হয়তো
রক্ত ভেজা গোলাপ হাতে,
আমার স্বপ্নের রাজকুমারী হয়ে
আমার মনের রাজপ্রাসাদে।
হয়তো! সেদিন রাজ্য থাকবে জনহীন 
তোমার আমার মাঝে।
হয়তো! কল্পনার বেসে
নিজের হাঁটুটা ভাজ করে
বলবে তোমায় ভালোবাসি।
নয়তো! তুমি হারি যাবে
আলাউদ্দীনের আশ্চর্য প্রদীপ হয়ে।
তাই আসিও না ঐ নীল শাড়ি
আর বেণা রশির ছদ্ম সেজে।

নীল শাড়িতে আসবে হয়তো
ঐ বকুলের তলে।
স্নিগ্ধ ফুলের সুবাদে হয়তো 
আমায় জড়িয়ে ধরবে।
নাহয়! তুমি বকুলের মালা বেসে
একদিন শুকিয়ে যাবে 
কোন রোদ্দ মাখা দুপুরে।
হয়তো! শুন্য থাকবে বকুলের তল
তোমার মধ্যে অসীম ছল।
তাই আসিও না আর নীল শাড়ি পড়ে
কোন এক ছদ্ম বেসি পরীর সাজে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here