কবি আসমা আক্তার কাজল
তোমার অপেক্ষায় থেকে থেকে,
জীবন থেকে হারিয়ে গেলো,
অনেক গুলো বসন্ত।
হারিয়ে গেলো সুখময় স্বপ্ন গুলো।
সেই তো এলে… তুমি বড় অবেলায়।
তোমার অপেক্ষায় থেকে থেকে,
ছোট কৃষ্ণচূড়া টি আজ আকাশ ছুয়েছে।
সেই তো এলে…. ফেরে বড় অসময়ে।
তোমার অপেক্ষায় থেকে থেকে,
হৃদয় আকাশের সোনালী তারা গুলো
তেমন আর ছড়ায় না আলো।
রুপালি চাঁদের আলোয় রাত জেগে
জ্যোৎস্না করা হয়নি স্নান।
সেই তো তুমি এলে…. তবে কেন
এতো টা সময় পেরিয়ে এলে?