নির্বোধ

কবিতা

0
567

কবি আসমানী গুলতেকিন

তোমার কোনও ধারণা আছে ?

তোমার সাথে একটা মিনিট কথা বলব বলে,

সারাটা দিনই আমি কত কত সময়কে অবহেলা করেছি।

এ নিয়ে তোমার কখনও অনুশোচনা হয়।

তোমার কোনও ধারণা আছে ?

আমার প্রতি তোমার একটুখানিও অবহেলা,

আমায় কতটা অসীম যন্ত্রণায় রেখে দেয়।

এ নিয়ে তোমার কখনও অনুশোচনা হয়।

তোমার কোনও ধারণা আছে?

তোমায় একটু কাছে পাবো বলে,

আমি কত কত কাজ ফেলে তোমার কাছে ছুটতে চেয়েছি।

এ নিয়ে তোমার কখনও অনুশোচনা হয়।

তোমার কোনও ধারণা আছে?

তোমার সামান্যতমও অভিযোগে আমি নিজেকে

কী রকমভাবে ক্ষতবিক্ষত করে শাস্তি দিয়েছি।

এ নিয়ে তোমার কখনও অনুশোচনা হয়।

তোমার কোনও ধারণা আছে?

আমায় সারারাত অপেক্ষা করিয়ে

রেখেও যখন কথা বলো না,

তখন কত কত রাত আমি ঘুমাতে পারিনি আমি।

শুধুই কেদে বুক ভাসিয়েছি।

এ নিয়ে তোমার কখনও অনুশোচনা হয়।

তোমার কোনও ধারণা আছে?

তোমার একটু ভালোবাসা পাবার আশায়

কত অসম্ভবের পাহাড় পেরিয়ে,

অনায়াসেই বিনা কুণ্ঠায় তোমার কাছে

এই জন্মের জন্য চলে যেতে চেয়েছি।

এ নিয়ে তোমার কখনও অনুশোচনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here