কবি উম্মে কুলসুম মুন্নি
মনে আছে সেই প্রথম কথার দিন টাকে,,,,,
জীবন সোপানের কোন এক বাঁকে অজানা টানে কথা হয়েছিল আমাদের,,,,,
সেদিন তোমাকে চিনতাম না,জানতাম ও না,,,,,
হঠাৎ বৃষ্টির মত আমার সুপ্ত মনে নাড়া দিয়েছিলে,,,,,
তারপর হঠাৎ দেখা,,,,,
কর্তব্যের বাহানায় কিছু কথা,,,,,,
সেদিন তোমাকে জেনেছি শুধু তুমি হিসেবে,,,,,,
তোমার জীবন,কি আছে, কি কর এসব নিয়ে কিছু ভাবি নি,,,,,
নিছক ভালোলাগার জায়গা থেকে বন্ধুত্বের আহ্বানে সাড়া দিয়ে তোমার পাশে থাকতে চেয়েছি,,,,,
একটা সত্যি কথা তোমাকে অনেকবার বলেছি,,,, বন্ধু, ভালোলাগা, ভালোবাসা এসব বিষয় আমার জীবনে কখনো আসে নি,,,,জানি না এটা তুমি বিশ্বাস করেছ কিনা,,,,,
তুমি আমার জীবনের একমাত্র মানুষ যার কাছে নিজেকে উজাড় করে মনের স্বস্তি খুজেঁছি,,,,
তারপর একটু একটু করে আমরা একসময় দুজনের মনের অনেক কাছাকাছি চলে এসেছি,,,,,
তোমার মায়াভরা দুটি চোখের চাহনি, কথার ফুলঝুরিতে মুগ্ধ আমি কখন যে হারিয়েছি তোমার মাঝে নিজেও জানতে পারি নি,,,,
তুমি হীনা নিজেকে শুন্য মনে হতে লাগলো,,,, আমার তমসাচ্ছন্ন আকাশে যেন বিদ্যুৎ ঝলক তুমি,,,,
একজীবনের সব সুখ যেন তোমার আলিঙ্গনে,,,,,
তোমার অদৃশ্য ছোঁয়া প্রতিটা মূহুর্তে পুলকিত করে আমায়,,,,,
যে কথা কখনো মনে হয় নি আগে,,,,, ভাবার ফুরসত পাই নি কখনো,,,,,
সেই কথা,,,,
সেই ভালোলাগা,,,,
শিহরিত করে আমায়,,,
নিঃশ্বাস এর মাঝে শুনতে পাই তোমার বুকের স্পন্দন,,,,
হাজার মানুষের ভীড়ে খুজে ফিরি তোমার পদধ্বনি,,,,
সীমাহীন বিশ্বাস নিয়ে তোমায় লিখে দিয়েছি আমার পুরা পৃথিবী,,,,
কেন জানি তোমাকে হারাতে চাই নি কখনো,,,,
তাই তো সব কিছু কে উপেক্ষা করে তোমার ভালোবাসার কাছে করেছি নিঃশর্ত আত্মসমর্পণ,,,,,
তোমায় নিয়ে হৃদয় গহীনে চলে আমার নিত্য বাসর,,,,
তোমাকে চেয়েছি পেতে এমন করে যেখানে অন্য কারও গল্প থাকবে না,,,,,
শুধু তোমার আমার ছাড়া,,,,
যেখানে থাকবে শুধু জ্যোৎস্নার রং,,,,
লাল গোলাপের সুরভী,,,,,
নাম না জানা সব পাখির কলকাকলি,,,,,
ভালোলাগার মোহময়তা ছড়িয়ে থাকবে তোমার আমার মাঝে,,,,,
জানি না আমার অবুঝ মনের দুর্বার আকুতি তোমার হৃদয় দুয়ারে কড়া নাড়ে কিনা,,,,
নাকি ক্ষনিকের মোহে আমায় দোলা দিয়ে হারিয়ে যাবে নিজের চেনা ভুবনে,,,,
তখন আমার সুখ স্বপ্ন গুলো ভালোবাসা না ছড়িয়ে হবে চন্দ্রের দহন,,,,,।।।