দাবী

কবিতা

0
856

কবি সামিমা হুসাইন সানি

ওগো মা,

কোথায় আছো তুমি?

ধূলাতে লুটিয়ে কাঁদছে ছোট শিশুটি।

খুজে পাচ্ছেনা তার মা জুলেখাকে।

কি অপরাধে ছেড়ে দিল রাস্তাতে ?

দশমাস দশদিন গর্ভে ধারন করে,

ভূমিষ্ট হওয়ার পর,

ফেল দাও যদি রাস্তাতে,

মাতৃ স্বাদ যদি না পাই আমি,

কি দরকার ছিল আমায়,

পৃথিবীতে এনে?

নিজের সুখে মেতেছো যখন অন্যের সাথে,

সেই সুখের সাক্ষি বানালে কেন আমায় ?

ফেলেই যখন দেবে রাস্তায়,

কি দরকার ছিল লালন করা তোমার গর্ভে ?

একটু ও কি কষ্ট হয় না মা তোমার,

আমাকে নিয়ে?

তোমার খোকাকে কোলে নিয়ে,

কে দিব ঘুম পাড়িয়ে?

কে দিবে খানা আমার মুখে পরে?

কে রাখবে তোমার খোকাকে,

আগলে ধরে বুকের ঘরাতে যতনে।

একটাই প্রশ্ন মা আমার,

তোমার কাছে?

কি হবে আমার পরিচয়,

কি দিব আমি সমাজের কাছে ?

তাই তো তোমার কাছে একটাই দাবি,

তুমি এসে বলে দাও,

তোমার সন্তান আমি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here