লুণ্ঠন

কবিতা

0
1017

কবি নবীরুল ইসলাম বুলবুল

১.

অগোচরে কেউ করে চিরতরে
প্রেমাদ্র হৃদয় লুণ্ঠন 
কালের চক্রান্তে দিনান্তে নিশান্তে
বনে সে, প্রেম-তপোবন।

২.

একদিন প্রেম ছিলো ভালোবাসা ছিলো
আজ সে তো পরিত্যাক্ত মাল;
প্রেমের বাজার মূল্য পড়ে গেলে, বুঝা যায়,
আসলেই সে ছিলো লুণ্ঠন ভয়াল।

৩.

যে কথা বলিনি আমি, যে কথা বলতে গেলে 
কষ্ট-ক্লান্ত বুক, ধরে আসে গলা;
আততায়ী প্রেমে আমিও যে লুণ্ঠন শিকার
হৃদয় ভেঙে গেলে যায় কী তা বলা!

৪.

রুপিয়ার মোহ নয়, জেনেছিলে, রূপের নেশা নয়,
‘ভালোবাসি’ বলেছি অবিচল হইনি কুণ্ঠিত;
বুকের গরাদ ভেঙে ডাকাতের মত ঢুকে এ হৃদয়পুরে
করেছে ফতুর প্রেমে, নিকেশ লুণ্ঠিত।

৫.

গঙ্গার জলে ভেসে পদ্মার তীর ধরে এসে
গিয়েছে সে খুব ভালোবেসে 
ঠোঁটে লেগে সুঘ্রাণ যেন প্রেম পদ্মার ইলিশ 
‘যাই’ বলে দিলো ঢেলে লুণ্ঠন-বিষ।

৬.

জলের অদৃশ্য কুমিরের মতো অকস্মাৎ 
অধরের ভাঁজে টেনে অরোধ্য প্রেম
এঁকে দিয়ে অব্যক্ত দংশনের অনপনেয় ক্ষত
বলে ‘যা, তোরে আজ লুটেই নিলেম’!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here