তুই অথবা তুমি

কবিতা

0
1064

মোহাম্মদ আরিফ হোসেন

তুই অথবা তুমি,

মনে কি করেছো আমায়?

তবে কেনো এ হৃদয়?

বারে বার কাপন জাগায়।

তুই অথবা তুমি,

ভালো কি বেসেছো আমায়?

তবে কেনো এ হৃদয়?

ভালোবাসা পেতে চায়।

তুই অথবা তুমি,

পরেছো কি ছলাকলায়?

তবে কেনো এ হৃদয়?

পরেছে তোমার ছলনায়।

তুই অথবা তুমি,

হেরেছো কি এ ধরায়?

তবে কেনো এ হৃদয়?

হেরে গিয়ে জিতে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here