বিশ্বকাপ না জিতলেও ভারতের শ্রেষ্ঠ অধিনায়ক বলা হয় সৌরভ গাঙ্গুলীকে। তার উত্তরসূরি হিসেবে দুটি বিশ্বকাপ আর একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন মহেন্দ্র সিং ধোনি। তার উত্তরসূরি বিরাট কোহলি এখনও পর্যন্ত তেমন কোনো সাফল্য পাননি। এবার বিস্ফোরক এক দাবি করেছেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। তার মতে, সৌরভের থেকে শক্তিশালী দল পেলেও কোহলিকে কিছুই দিয়ে যেতে পারেননি ধোনি।
সৌরভ গাঙ্গুলি এবং মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলেছেন গৌতম গম্ভীর। নেতৃত্বের পরিসংখ্যানে সৌরভের থেকে এগিয়ে মহেন্দ্র সিং ধোনি। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাত্কারে গম্ভীর বলেন, ‘যখন মহেন্দ্র সিং ধোনি নেতৃত্ব ছাড়ে, তখন সে বিরাট কোহলিকে কোনো মানসম্মত ক্রিকেটার দিয়ে যেতে পারেনি। একমাত্র বিরাট কোহলি, রোহিত শর্মা আর জশপ্রীত বুমরাহ ছাড়া! আর কে আছে যারা ম্যাচ জেতানোর পাশাপাশি টুর্নামেন্ট জিততে সাহায্য করবে?’
গম্ভীর আরও বলেন, ‘কিন্তু দেখুন সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটকে কী দিয়েছে…। যুবরাজ সিং (২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার) হরভজন সিং, জাহির খান, বীরেন্দ্র শেবাগ -এই সব বিশ্বখ্যাত তারকাদের দিয়ে গিয়েছে।
‘ প্রসঙ্গত, দিন দুয়েক আগেই সাবেক ভারতীয় অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্তও বলেছিলেন, ‘ধোনিকে প্লেটে সাজিয়ে শক্তিশালী দল উপহার দিয়েছিল সৌরভ। তারই সুফল ভোগ করেছে ধোনি।’