বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে

0
792

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, শ্রীলঙ্কা সফরের আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে অনুশীলন ম্যাচগুলো কাদের বিপক্ষে হবে সেটা শ্রীলঙ্কা যাওয়ার পর ঠিক হবে বলে জানান তিনি।

আকরাম খান বলেন, ‘আমরা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে তিন-চারটা অনুশীলন ম্যাচ খেলব। সেখান থেকে বাছাইয়ের সুযোগ থাকবে। সেখানেও দল নির্বাচনের বিকল্প থাকবে। সর্বশেষ ৫-৬ মাস কোনো খেলা ছিল না। টেস্টের আগে অনুশীলন ম্যাচের খুবই প্রয়োজন।’

করোনার কারণে গত মার্চ থেকে ক্রিকেট থেকে দূরে বাংলাদেশের খেলোয়াড়রা। গত মাসে বিসিবির আয়োজনে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শুরু হয়েছে। কিন্তু মার্চ থেকে জুলাই পর্যন্ত গৃহবন্দি হয়ে থাকায় তাদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে খেলতে নামাটা কঠিন বটে।

এদিকে টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসন বলেছেন, ‘দীর্ঘদিন ধরে খেলার বাইরে আছে ছেলেরা। সবাই চাইবে ভালো কিছু করতে। এই ভালো কিছু করার চেষ্টাটাই দলকে ভালো কিছু দিবে। আমি আশা করি এই সিরিজে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে কিছু পয়েন্ট যোগ করতে পারব। ছেলেদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে, ওখানে গিয়েও প্রস্তুতিটা ভালো হবে।’

উল্লেখ্য আগামী ২৪ অক্টোবর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here