নিজস্ব প্রতিনিধি : আজ ১৯ জুলাই বিকেল ৫ টায় কৃষিবিদ ইনস্টিটিউট উদ্যানে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করলো বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ।বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সভাপতি মাননীয় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক -এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব আ ফ ম বাহাউদ্দীন নাছিম (যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ)। অনুষ্ঠান পরিচালনা করেন, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের যুগ্ম মহাসচিব আমিনুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, কেআইবি’র মহাসচিব – খায়রুল আলম প্রিন্স,স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা – কাজী মোয়াজ্জেম হোসেন,কেআইবি’র ঢাকা মেট্রো যুগ্ম সাধারণ সম্পাদক – আ ফ ম মাহবুবুল হাসান প্রমুখ। সভাপতির বক্তব্যে মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী’ ঘোষণা ২ কোটি বৃক্ষ রোপণ করতে হবে সারাদেশে। এই কর্মসূচিতে শরীক হতে চায় বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ । তাই আজ আমরা বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছি, এর অংশ হিসেবে সারাদেশের বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ – এর সদস্যরা ধারাবাহিক ভাবে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করবে। প্রধান বক্তা বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, বাংলাদেশ দুর্যোগ কবলিত দেশ। এখানে খড়া, বন্যা, মহামারি, বায়ুদূষণ, ঘুর্ণিঝড়, জলবায়ু পরিবর্তনসহ প্রাকৃতিক দুর্যোগ প্রায়শই লেগে থাকে। এর মোকাবিলা করতে হলে আমাদের বেশী বেশী বৃক্ষ রোপণ করতে হবে।তিনি আরো বলেন, এই সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি ঘোষণা করছেন , তার এই কর্মসূচিকে সফল করতে আমরা বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সদস্যরা সদা সবসময় প্রস্তুত ।