কবি আজম পাটোয়ারী
পৌরষিক এই সমাজে আমি এক পুরুষ।
সৃষ্টি দেখে আজ আমার পৈচাষিকতা,
দেখে আমার নষ্ট মনের আবেগ রঙ্গতা
দেখে প্রেম হীন কামনার অনুসর্গ।
কখনো দেখে না ঐ সভ্যরা
আমার মাঝে বসত করা এক আমি কে,
আমার মাঝে বসত করা মানবতা কে।
আদি পৃথিবীর বুকে আমি
সাজিয়েছি নতুন দিনের পথ,
সাজিয়েছি নব পত্র পল্লবে সবুজ প্রাণ।
কখনো কি দেখে না সভ্যরা আমি সেই পুরুষ।
যার হাতের প্রতিটি রেখা একটি ইতিহাসের কথন,
বেদনার্ত সেই সময় অনুভিত হয় না কি?
তাদের গোপন মন কুঠিরে
টুংটাং আওয়াজের ছন্দ দোলে।
পৌরষিক এই সমাজে আমি এক পুরুষ।
হ্যাঁ আমি সেই পুরুষ যার হাতের ছোয়ায়
একটি ইটের গাথুনি তৈরি করে অপ্রতিরোধ্য প্রাচীর সহাস।
আমি সেই পুরুষ মহাকালের মহা যুগে।
দাঁড়িয়ে থাকি তবু কালিমা মেখে
আপনার সর্বাঙ্গে অকুতোভয় হর্ষে,
নব সূর্যের স্বপ্ন একে চোখে।