উম্মে কুলসুম মুন্নি
আজ মন চেয়েছে হারিয়ে যাব
রিমঝিম বরষায় ঐ দূর নীলীমায় ।
মন আজ উদাসী তোমার ভাবনায়
ইচ্ছে গুলো দিচ্ছে উঁকি মনের জানালায় ।
আজ মন চেয়েছে হারিয়ে যাব
তোমারই সাথে লিখব রঙিন কাব্য ।
নীলাম্বরী শাড়ী পড়ে আজ ভিজে বৃষ্টিতে
কল্পনাতে তোমার ছোঁয়ার শিহরণে জাগবো ।
স্বপ্নের মাঝে তুমি আমি যেন
গল্পকথায় হেসে ডিঙি নায়ের
মাস্তুলে বসে যাই ভেসে দুরদেশে ।
হংসমিথুন হয়ে মোরা ভাসবো
দিঘির জলে পদ্মফুলের মালায়
তোমায় করব বরণ ভালোবাসার ছলে ।।।
উম্মে কুলসুম মুন্নী