কবি মাহাবুব আলম

ইয়া উম্মতি বলে যে নবী রোজ কেঁদে ভাসাইতো বুক।

সে নবীর অপমানে আজি কি করে থাকিসরে তুই চুপ?
পাশ্চাত্যের ভোগবিলাসে অন্ধের ন্যায় খুঁজিস কেনো সুখ?

ওরে মুসলিম তুই রোজ হাশরে কি করে দেখাবি তোর মুখ।।
কলিজায় আজি দিয়েছে থাবা ফ্রান্সের ঐ চিল শকুনের দল

রাসুলের অপমানে একাট্টা আজি  বিশ্ব নেকড়ের বাহুবল।। 
ওরে মুসলিম তুই ফিরে দ্যাখ পূর্বাকাল,মোরা নইকো ভীরুর দল

ঈমান হারিয়ে আজি সেজেছিস পাশ্চাত্যের ভেড়ার পাল।।
মোরা একটি গাছের হাজার ফুল, ইসলাম যাহার নাম

নবী মোর মধ্যমণি জানের ধ্বনি,  আমরা তাহার প্রাণ। 
নবী নামে ব্যাঙ্গধ্বনি ভূলন্ঠিত মোর মধ্যমণি

প্রতিবাদের ভাষাও তোর থেমে গেল কেন জানি!
রাসুলকে যদি না বাসিস ভালো জীবনের থেকে বেশি

 মনে রাখিস তুই মুসলিম নারে শয়তানের প্রতিবেশী।। 
রাসুলের অপমানে যদি ফেটে যায় তোর বুক

হৃদয়ে তোর ঈমানের ছায়া চিত্তে রবে সুখ।।
নবী অপমানে চুপ থাকিস যদি ঘাপটিমেরে ওরে

উম্মত নও  মুসলিম সেজে সিঁধ কেটেছিস ইসলামেরই ঘরে।।
প্রতিবাদ হোক শালীনভাষায় নবী প্রেমের তরে

ইসলাম মোর শান্তি শিখায় উগ্রবাদ নয় ওরে।।  


(সাম্প্রতিক সময়ে ফ্রান্সে নবী(স) কে রাষ্ট্রীয়ভাবে ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে অপমান করলেও আমাদের মধ্যে তেমন প্রতিক্রিয়া না দেখায় তার প্রতিবাদে লেখা আমার আজকের কবিতাটি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *