মেঘলা মন

কবিতা

0
466

কবি রাকিব হোসেন

তুই…তুই তো আমার সব।

তোর কাছে যেতে চায়,

হৃদয় মানে না বারণ।

বৃষ্টির শহরে মেঘলা আমার এই মন।

তুই কি আমার মতো ভাবিস আমায় ?

ভালোবাসা খুঁজে নিস জলের ছোঁয়ায় ?

তোকে ছাড়া হয়না তো কোন উৎসব।

তুই…তুই তো আমার সব তুই তো আমার সব।

অভিমানী ভুলগুলো যেনো ফুল হয়।

একা একা কাটে না তো বিরহী সময়।

তুই কি আমার মতো সপ্ন দেখিস ?

চোখের আকাশ জুড়ে আমায় আঁকিস ?

তোকে ছাড়া হয় না তো কোন উৎসব। তুই…

তুই তো আমার সব তুই তো আমার সব।

ভেজা চোখে ঝরে পরে শিশিরের সুর।

তোর কথা মনে পরে রাত্রি দুপুর।

তুই কি আমার মতো উদাস কবি ?

লিখে যাস হৃদয়ে কাব্য ছবি ?

তোকে ছাড়া হয় না তো কোন উৎসব।

তুই…তুই তো আমার সব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here