লাবণ্য সীমা
একাকী আমি ভালো আছি
তুমি আর এসো না
কাছে এসেই যদি কাঁদাবে তুমি
তবে আর এসো না
একাকী আমি নিজেকে সামলে নিয়েছি
তুমি আর এসো না।
ছোট্ট জোনাকী পোকা সেও অনোক ভালো
ঝাউবনে চুপি চুপি দ্বীপ জ্বালিয়ে রাখে কবিদের লেখার উপমা হয়ে যুগের পর যুগ কলম জয়ী হয়ে রয়।
তোমার মতো নয়!!!
ঘাস ফড়িং গুলো অনেক সবুজ;
হিংস্র কিন্তু বিবেকহীন নয়,
চুপি চুপি এসে মনের সব টুকু স্বস্তি কেড়ে নিয়ে যায় না।
সেও অনেক ভালো!
কত কাঠ খড় পুড়িয়ে আমার জন্য ধরে এনেছো একটা রঙিন প্রজাপ্রতি,
আনন্দ বিলাসী হতে তুমিই আমায় তুলে দিয়েছিলে বিলেতি মদের বোতল।
আজ একাকী আমি সেই মদের নেশায় বুদ হয়ে থাকি,
এই তো বেশ আছি তুমি বিহীন।
কাছে এসে বেঁচে থাকার শেষ সম্বল টুকু যদি কেড়ে নাও
তবে আর এসো না
একাকী আমি বেশ আছি
নতুন করে কষ্টের চাদর গায়ে জড়াতে
তুমি আর এসো না
তুমি আর এসো না।।