না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের লেখক ও মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন

0
780

চাঁদপুর প্রতিনিধি: না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মানুষের সুপরিচিত মুখ বরেণ্য মুক্তি যোদ্ধা, লেখক দেলোয়ার হোসেন । গতকাল গভীর রাতে তিনি চাঁদপুর শহরের মাদরাসা রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন । (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাই হে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল। দেলোয়ার হোসেনের মৃত্যুতে চাঁদপুরে লেখক সমাজে শোকের ছায়া নেমেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিজয় প্রতিদিন এর সম্পাদক এ এস এম ইউনুছ, নির্বাহী সম্পাদক দেশ বরেণ্য কবি ডি কে সৈকত এবং বিজয় প্রতিদিন এর সহকারী সম্পাদক চাঁদপুরের কৃতি সন্তান লেখক খোরশেদ আলম বিপ্লব। তাছাড়াও শোক প্রকাশ করেছেন কবি রফিকুজ্জামান রণি লাস্কিসহ আরো অনেকে।

শোকবার্তায় খোরশেদ আলম বিপ্লব বলেন, কর্মজীবনে মরহুম দোলোয়ার হোসেন স্থানীয় সরকারের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রকৌশলী হিসেবে কর্ম জীবন শুরু করে দেশের জনগণের কল্যাণে অসামান্য ভূমিকা রেখেছেন। সফলতার সঙ্গে সরকারের  উন্নয়নমূলক কাজে  দায়িত্ব পালনসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন।এছাড়া তিনি বহু শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুতে চাঁদপুরের লেখক সমাজে শূন্যতা দেখা দিবে।

কবি রফিকুজ্জামান রণি লাস্কি জানান, বরেণ্য   মুক্তিযুদ্ধা দোলোয়ার হোসেন চাঁদপুরের সাহিত্য অঙ্গনের অতিপরিচিত মুখ ছিলেন।তিনি একজন সাহিত্য প্রেমিক হিসেবে তার বিভিন্ন অবদানের কথা চাঁদপুরের লেখক সমাজ সারাজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। । মুক্তিযুদ্ধেও তাঁর সক্রিয় ভূমিকা চাঁদপুরের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here