নোয়াখালী প্রতিনিধি: প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে কোম্পানিগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বপ্নের আলো সোসাইটি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ । সংগঠনটি আজ কোম্পানিগঞ্জ উপজেলার মুচাপুর ইউনিয়নে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ ছাত্রলীগ নেতা মেডিকেল ছাত্র মোঃ নাসিফ আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্রলীগের সহ-সম্পাদক আইনুল ইসলাম মাহবুব।এছাড়াও উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগ এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্রনেতা নাসিফ আহমেদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। পাশাপাশি যেসব সামাজিক সংগঠন এসব পরিবেশ বান্ধপ কাজ তাদের সহযোগীতা করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সুন্দর আগামীর প্রত্যাশায়, চারিদিকে সবুজের সমারোহে আচ্ছন্ন করতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রলীগের এমন কর্মসূচি ইতোমধ্যে সকল মহলে প্রশংসিত হয়েছে।
স্বপ্নের আলো সোসাইটি আহবায়ক মাহবুব বলেন, আমাদের সংগঠনটি শুরু থেকেই সামাজিক উন্নয়ন মূলক বিভিন্ন কাজ করে আসছে । ভবিষ্যতেও তারা মানবিক সমাজ গড়তে বৃক্ষরোপনসহ নানান উন্নয়ন মূলক অব্যাহত রাখবে।