সর্বাঙ্গ দর্শনী

কবিতা

0
1010

কবি শেখ হোসনা

নিরব ,নির্জন করবে দেখা

গোপন।

সখার সন মনে হুতাশন

আছে বলে তৃতীয় জন।

যার আগমন বোধ নেই

সেইক্ষনে।

যে দিচ্ছে প্ররোচন

নিভাতে হুতাশন।

কি জানি ? কি হয়

অসাড় হতে যার দু’জন

ভাবছে দেখছে না স্বজন।

মিথ্যে ভাবনা এমন

আরো একজন রহিয়াছে

সেইক্ষণ।

যার অবলোকন – সারা

ভুবন!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here