মাহবুবুর রহমান: কোভিড-১৯’ করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এর রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আজ ১৮ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার সকাল ১০.০০ টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ১৯ বঙ্গবন্ধু এভিনিউতে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ , ম আব্দুর রাজ্জাক, মজিবুর রহমান স্বপন, কাজী মোয়াজ্জেম হোসেন, দেবাশীষ বিশ্বাস, মোবাশ্বের চৌধুরী, এ কে এম আজিম, খায়রুল হাসান জুয়েল,মহানগর দক্ষিণ সভাপতি কামরুল হাসান রিপন, মহানগর উত্তর সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈমসহ কেন্দ্রীয় ও মহানগর উত্তর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে করোনায় আক্রান্ত কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম , স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু এবং বাংলাদেশ আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সুস্থ্যতা কামনায় মোনাজাত করা হয়।