নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা  ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৫ জনে। আক্রান্ত হয়েছেন  নতুন করে শনাক্ত হয়ছেনে আরও ৪১৮ জন। এতে সারা দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৪১৬। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন আরও নয়জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে আক্রান্ত রোগীদরে মধ্যে প্রায় ৮৫ শতাংশই ঢাকা বিভাগে। ঢাকা বিভাগের মধ্যে রাজধানী ঢাকায় সর্বাধিক সংখ্যক দুই হাজার ৪৮৫ জন র্অথাৎ ৫২.০১ শতাংশ ঢাকার বাসিন্দা। রাজধানী ছাড়া ঢাকা বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৫৬৮ জন র্অথাৎ ৩২.৮২ শতাংশ।

ঢাকা বিভাগের মধ্যে  সবচেয়ে বেশি রোগী নারায়ণগঞ্জ জেলায়। এ জেলায় ৬২৫ জন, এরপরে গাজীপুরে ৩০৮ জন। চট্টগ্রাম বিভাগে ১৮৫ জন, সিলেটে বিভাগে ৭৯, রংপুর বিভাগে ৭৬, খুলনা বিভাগে ৬৫, ময়মনসিং বিভাগে ১৮১, বরিশাল বিভাগে ১০২ ও রাজশাহী বিভাগে ৩৭ জন করোনা রোগী পাওয়া  গেছে।

রাজধানী ঢাকার আক্রান্ত বিভিন্ন এলাকার মধ্যে র্সবোচ্চ সংখ্যক রোগী রয়েছে রাজারবাগে ৯৯ জন। এছাড়া যাত্রাবাড়ীতে ৬৭ জন, লালবাগে ৫৯ রোগী পাওয়া  গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *