নিজস্ব প্রতিবেদক: করোনায় ১০৩ তম দিনে বাংলাদেশে করোনা আক্রান্ত এক ছাড়ালো উলেখ্য শেষ ১৭ দিনে ৫০ হাজার আক্রান্ত হয়েছেন । অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জন মারা গেছেন করোনায়। ফলে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ১৩৪৩ জন মারা গেলেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩হাজার ৮০৩ জন । এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ২ হাজার ২৯২ জনে। তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৫০৩ টি। ৬১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন সংক্রমণ ধরা পড়েছে ৩,৮০৩ জনের দেহে। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১,৯৭৫ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৬৪ জন।
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে। উল্লেখ্য দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ।