কবি আবুল কাশেম পাটোয়ারী
আমার স্বপ্ন গুলো আজ
তোমার নীল শাড়ির আচলে,
অলস জমে থাকা বিষণ্ন
মরিচিকার আর্তনাত হয়ে বাজে।
অথচ এমন একদিন ছিল,
আমার স্বপ্নেরা তোমার হৃদয়ের রোদ
উঠানে খেলা করত তোমারই স্বপ্ন হয়ে।
তোমার যাপিত জীবনের ব্যসন বিলাস ছিল,
আমায় উৎসর্গ করে এ যেন ছিল তোমার প্রকৃতি।
ভ্রান্তি ঘুছালো আজ প্রমোদ বিকারে,
সুকৃতি এই যে স্বপ্নঘোরে মর্মব্যথা ঐশ্বর্য বিনাশে।
আজ আর যায়না চেনা স্বকীয় স্বরুপে,
মমতার জলদি বাজে প্রমদ ধ্বনি গর্জনে;
কালের অনুদারতা আজ তোমার লৌকিক আচলে।
আমার অভিপ্রায়ে আজো
দীপ্ত জ্যোতির উদারতার উপাখ্যান।
প্রারম্ভ প্রহরের- প্রতিশ্রুত হৃদয় আজ চৈতন্য দহনে।
তোমার মায়ার জগৎ নিপুণ সৌন্দর্যে
পরম নিশিতে কল্পনা প্রমোদে।
আক্ষেপের চিহ্ন আঁকা বিলাশ দেহে।