দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩,২৪৩, মৃত্যু ৪৫, সুস্থ ২,৭৮১ জন

0
564

নিজস্ব প্রতিবেদক: করোনায় ১০৪ তম দিনে বাংলাদেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩,২৪৩, মৃত্যু ৪৫, সুস্থ ২,৭৮১ জন । অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জন মারা গেছেন করোনায়। ফলে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ১৩৮৮ জন মারা গেলেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ২৪৩ জন । এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৫ হাজার ৫৩৫ জনে। তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৮২ হাজার ৫৪৮ টি। ৬১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন সংক্রমণ ধরা পড়েছে ৩,২৪৩ জনের দেহে। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২,৭৮১ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯৯৫ জন।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে। উল্লেখ্য দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here