নিজ বলে

কবিতা

0
1080

কবি এম ইফতিমাম মুরাদ

যে ফুল ফুটিছে বনে আনিবার জো ক-জনার?

ভুলেও যাবে না সে কভূ যোগ্যতা নেই যার।

দূরে বসে নিবে তার ঘ্রান যাবে না

কভূ কাছে অন্যের হাতে দেখে ভাগাভাগি।

খোশ আমদে থাকে যে পাশে।

চিন্তার চেতনায় ধরে যে স্তুপ স্তরে মরিচিকা,

এতো যে দেখি এতো যে

শুনি তবুও হয়না মোদের শেখা।

তুমি যা পারিবে নিজ বলে করিবে শুধু যে তাই,

সাধ্য ছাড়া পারিবো না

যাহা যেথা কভূ নাহি যাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here