ডি কে সৈকত : অষ্ট্রেলিয়ায় কোভিড-১৯ মহামারী পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণে। অষ্ট্রেলিয়ার মাটিতে আগামী আগষ্ট মাসে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। অষ্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড নির্ধারিত সময় আগামী অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে তেমন আগ্রহী নয়! একই সাথে আগামী অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবার সম্ভাবনা দেখছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ও আইসিসি বোর্ডের সদস্য এহসান মানি। তিনি অষ্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সাথে সহমত পোষন করেছেন। বিশ্বকাপ কমপক্ষে এক বছর পিছিয়ে যাওয়া যুক্তিযুক্ত মনে করেন সাবেক আইসিসি সভাপতি এহসান মানি। আগামী তিন-চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে তারা আশাবাদী। আইসিসির সিদ্ধান্ত গ্রহণের সম্ভাব্য তারিখ ১০জুলাই নির্ধারিত হয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ১৮ অক্টোবর আরম্ভ হয়ে ১৬ নভেম্বর সমাপ্ত হবার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ মহামারীতে সকল সম্ভাবনা ম্লান হবার পথে। ক্রিকেট অষ্ট্রেলিয়ার চেয়ার আর্ল এডিংস গত মঙ্গলবার বলেছেন- এ বছর ১৬টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করা খুবই কঠিনতর কাজ হবে। একই পথে হেঁটেছেন সাবেক আইসিসি সভাপতি এহসান মানি। তিনি বলেন-‘ অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সরকার কোভিড-১৯ পরিস্থিতি সর্বোচ্চ সতর্কতায় নিয়ন্ত্রণে রেখেছে। যদি চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয় তবে সেটি সম্পূর্ণ সুরক্ষিত পরিবেশে করতে হবে। যেমনটা ইংল্যান্ড সফরে পাকিস্তান দল থাকবে। এক-দুইটি দলের ক্ষেত্রে এটি সম্ভব, কিন্তু ১২-১৬টি দল যখন একই টুর্নামেন্ট খেলবে তখন এটি বজায় রাখা একেবারে অসম্ভব বিষয়। আমি মনে করি ২০২০ সালে আইসিসির কোন ইভেন্ট আয়োজন করা সম্ভব নয়।’ এ কারণে অনেকটা নিশ্চিত হয়ে বলা যায় এ বছর অক্টোবর-নভেম্বর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন পিছিয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র।