কোভিড-১৯ আক্রান্তে শীর্ষ ২০-এর মধ্যে বাংলাদেশ

0
625

ডি কে সৈকত : বাংলাদেশ কানাডাকে টপকে কোভিড-১৯ এক লাখ শনাক্তের মাইলফলকে পা রাখলো। কোভিড-১৯ আক্রান্তের সংখ্যায় বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭ তম। আইইডিসিআর গত ৮ মার্চ প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত করে বাংলাদেশে। ৮ মার্চ থেকে গতকাল ১৮ জুন পর্যন্ত সারাদেশ মোট ৫ লাখ ৬৭ হাজার ৫০৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ১৮ জুন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত ১ লাখ ২ হাজার ২৯২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। সরকারি হিসাব মতে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ১৬৪ জন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় নিয়মিত যে তথ্য প্রকাশ করে তাতে বর্তমানে বিশ্বে মোট কোভিড-১৯ আক্রান্ত সংখ্যা ৮৩ লাখ ৭৫ হাজার ৩৬৮ জন। এদের মধ্য থেকে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৫৩০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ লাখ ৯৬ হাজার ৯৭৪ জন। এ যাবৎ সারা বিশ্ব থেকে সর্বমোট ১৮ টি দেশের সরকারের কাছ থেকে ১ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্তের খবরের তথ্য পাওয়া গিয়েছে। যুক্তরাষ্ট্র এ তালিকায় শীর্ষে অবস্থান করছে। তালিকাঃ ১। যুক্তরাষ্ট্র- আক্রান্ত ২১ লাখ ৬৩ হাজার ২৯০ জন ২। ব্রাজিল- আক্রান্ত ৯ লাখ ৫৫ হাজার ৩৭৭ জন ৩। রাশিয়া- আক্রান্ত ৫ লাখ ৬০ হাজার ২৭৯ জন ৪। ভারত- আক্রান্ত ৩ লাখ ৬৬ হাজার ৯৪৬ জন ৫। যুক্তরাজ্য- আক্রান্ত ৩ লাখ ৭১৭ জন ৬। স্পেন- আক্রান্ত ২ লাখ ৪৪ হাজার ৬৮৩ জন ৭। পেরু- আক্রান্ত ২ লাখ ৪০ হাজার ৯০৮ জন ৮। ইতালি- আক্রান্ত ২ লাখ ৩৭ হাজার ৮২৮ জন ৯। চিলি- আক্রান্ত ২ লাখ ২০ হাজার ৬২৮ জন। বিশ্বে এই নয়টি দেশ শনাক্ত রোগীর সংখ্যায় দুই লাখের বেশি। এক লাখের বেশি ঘরে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের উপরে আছে ইরান, ফ্রান্স, জার্মানি, তুরস্ক, পাকিস্তান, মেক্সিকো ও সৌদিআরব। বাংলাদেশে পরে অবস্থান করছে কানাডা, যেখানে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৪৯১ জন। বর্তমানে দক্ষিণ এশিয়ায় কোভিড-১৯ শনাক্তের দিক থেকে সবচেয়ে এগিয়ে ভারত। দক্ষিণ এশিয়ার তালিকাঃ ১। ভারত- আক্রান্ত ৩ লাখ ৬৬ হাজার ৯৪৬ জন ২। পাকিস্তান- আক্রান্ত ১ লাখ ৬০ হাজার ১১৮ জন ৩। বাংলাদেশ- আক্রান্ত ১ লাখ ২ হাজার ২৯২ জন ৪। আফগানিস্তান- ২৭ হাজার ৫৩২ জন ৫। নেপাল- আক্রান্ত ৭ হাজার ৮৪৮ জন ৬। মালদ্বীপ- আক্রান্ত ২ হাজার ১২০ জন ৭। শ্রীলংকা- ১ হাজার ৯২৬ জন ৮। ভুটান- ৬৭ জন। বিশ্বে কোভিড-১৯ শনাক্তের দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ৪র্থ অবস্থানে। পাকিস্তান ১৪ তম, আফগানিস্তান ৩৯ তম, নেপাল ৬৯ তম, মালদ্বীপ ৯৮ তম, শ্রীলংকা ১০০ তম ও ভুটান ১৭০ তম। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৭ তম। করোনা ভাইরাস প্রথম শনাক্ত হবার ৯০ দিনের মধ্যে গত ৫ জুন শনাক্ত রোগীর সংখ্যা ৬০ হাজার পেরিয়ে গেলে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ২০ দেশের তালিকায় স্থান পায়। তারপর চীনকেও চপকে যায় ১৩ জুন। এখন সর্বশেষ অবস্থান ১৭ তম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here