১. কাঁচা আমের স্কোয়াস তৈরি
উপকরণ:
| কাঁচা আম ঝুরি | -১ কাপ | |
| বিটলবন | – | ১চা চামচ | 
| কাঁচা মরিচ | – | ২টি | 
| চিনি | – | ৪ টেবিল চামচ | 
| ধনে পাতা কুচি | – | ১ টেবিল চামচ , পুদিনা পাতা -২টি | 
| পানি | – | ২ কাপ | 
| সবুজ রং (ফুড কালার) | – | ১ ফোটা | 
যেভাবে তৈরি করবেন
আমসহ সব উপকরণ একসাথে ব্লেণ্ড করে ছেঁকে গ্লাসে ঢেলে বরফ কুচি, পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুণ।
২. আমের মোরববা
উপকরণ:
| হালকা আশযুক্ত কাঁচা আম | – | ৭/৮টি | 
| চিনি | – | ৩ কাপ | 
| তেজপাতা, এলাচ | – | কয়েকটি | 
| চুন | – | আধা চা চামচ | 
| ফিটকিরি | – | ১ চা চামচ | 
যেভাবে তৈরি করবেন
কাচা আম ছিলে দু ফালি করম্নন অথবা গোটা রাখুন। কাঁটা চামোচ দিয়ে কেঁচে কয়েকবার ধুয়ে নিন। চুন ও ফিটকিরি মেশান পানিতে ৩/৪ ঘন্টা ভিজিয়ে রাখুন। ধুয়ে নিয়ে চুলায় একটু ফুটিয়ে নিন। পাতিলে চিনি ও ১ কাপ পানি দিয়ে সিরা তৈরি করে এলাচ তেজপাতা দিয়ে আম ছাড়ুন। কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন। ১ দিন পর আবার জ্বাল করে ঘন সিরা থাকতে নামিয়ে নিন।
৩. আমের কাশ্মীরি আচার
উপকরণ:
| আম (কাঁচা) | – | ৭/৮টি | 
| চিনি | – | ২ কাপ | 
| শুকনা মরিচ কুচি | – | ১ চা চামচ | 
| আদা কুচি | – | ১ চা চামচ | 
| লবন | – | পরিমাণমত | 
| চুন ও ফিটকিরি | – | সামান্য | 
| সিরকা | – | আধা কাপ | 
যেভাবে তৈরি করবেন
কাঁচা আম ছিলে (হালকা আশযুক্ত আম ) লম্বা লম্বি ২ ফালি করে আবার তা চিকন চিকন করে ৩/৪ ফালি করম্নন। লবন মেখে আম কিছুক্ষণ রেখে দিন। ভাল করে ধুয়ে চুন ও ফিটকিরি দিয়ে ঘন্টা খানেক ভিজিয়ে রাখুন। তুলে নিয়ে গরম পানিতে একটু ফুটিয়ে পানি ঝরিয়ে নিন। চুলায় চিনিতে সামান্য পানি দিয়ে জ্বাল করুণ। এবার সিরকা, আদা ও মরিচ কুচি দিন। আম দিয়ে রান্না করুণ। শুকিয়ে এলে নামিয়ে নিন। একদিন পর আবার জ্বাল করে আরো শুকিয়ে নিন। এবার বৈয়মে করে সংরক্ষণ করতে পারেন।
 
			 
			