ফ্রাইড মিটবল কিভাবে তৈরি করবেন

0
694

নাজনীন তৌহিদ

উপকরণ

মাংসের কিমা  –    আধা কেজি

আদা বাটা    –    ১ টেবিল চামচ

পেঁয়াজ বাটা   –    ১ টেবিল চামচ

রসুন বাটা    –    ১ চা চামচ

লবণ        –    স্বাদমতো

পেপে বাটা    –    ১ চা চামচ

সিরকা       –    ১ চা চামচ

ডিম        –     ১ টি

ব্রেড        –     ২/৩ পিস

কাচা মরিচ মিহি কুচি – ১ চা চামচ

কাবাব মসলা       – আধা চা চামচ

তেল ভাজার জন্য    – পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন

কিমার সাথে সব মশলা মেখে রাখুন ঘন্টা খানেক। এবার গোল গোল বল তৈরি করে ডুবো তেলে সোনালী করে ভেজে সাজিয়ে পরিবেশন করুন।

 লেখক: উপসম্পাদক, বিজয় প্রতিদিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here