কুমার অরবিন্দ কথাসাহিত্যিক হিসেবে সমাধিক পরিচিত। ছোটগল্প লেখার মুনশিয়ানা তাঁর সহজাত। বাস্তবতা ও নিগূঢ় জীবনবোধে পরিপূর্ণ থাকে তাঁর গল্পগুলো। ছোটগল্পের পাশাপাশি তিনি উপন্যাস ও টেলিভশন নাটকও সমানতালে লিখে চলছেন। সম্প্রতি তিনি চ্যানেল নাইনের জন্য ছয় পর্বের ‘নির্মাতা ও নাটক’ নামে একটি ধারাবাহিক নাটক লিখেছেন। নাটকটি পরিচালনা করেছেন এ সময়ের জনপ্রিয় বিজ্ঞাপন ও নাট্যনির্মাতা ফেরারী অমিত। পরিচালক ফেরারী অমিত ‘নির্মাতা ও নাটক’ নাটকটি সম্পর্কে বলেন, ‘একজন তরুণ পরিচালক ও তরুণ লেখককে কেন্দ্র করে নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে। অনেক স্বপ্ন নিয়ে তরুণেরা মিডিয়াতে কাজ করতে আসেন। কিন্তু সেই স্বপ্ন পূরণে তাঁদের পদে পদে বাঁধার সম্মুখীন হতে হয়। মনের একাগ্রতা ও কাজের প্রতি নিষ্ঠা নিয়ে যারা টিকে থাকেন তাঁরাই এক সময় সফল হন। মূলত নাটকটি স্বপ্ন ও সফলতার গল্প’। নাটকটি সম্পর্কে লেখক কুমার অরবিন্দ বলেন, ‘একটা নাটকের বীজ তৈরি হওয়া থেকে শুরু করে টেলিভিশন চ্যানেলে প্রচার হওয়ার আগ পর্যন্ত নাটকের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নানারকম চড়াই-উতড়াই-এর মধ্য দিয়ে যেতে হয়। একজন তরুণ পরিচালক বা লেখকের জন্য এই পথটা কতটা কঠিন হয় তা নাটটিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’ নাটকটিতে অনেক পরিচিত মুখের পাশাপাশি প্রথম অভিনয় করেছেন সাহাদাত সৈকত। এছাড়াও আছেন শেলী আহসান, নির্জন আজাদ, ইমু শিকদার, সঞ্চিতা দত্ত, হারুনুর রশিদ, জুলফিকার চঞ্চল, অয়ন, স্বপন দেওয়ান, জান্নাতুল অপ্সরা প্রমুখ। নাটকটি আজ থেকে পরপর ছয়দিন প্রচারিত হবে চ্যানেল নাইনে রাত এগারোটায়।