স্টাফ রিপোর্টার : কুমার অরবিন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তরুণ লেখক হিসেবে ইতোমধ্যে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি মূলত গল্পকার, ঔপন্যাসিক। যখন তিনি স্নাতকের ছাত্র তখন তাঁর গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন ‘ঢাকা এটাক’ সিনেমাখ্যাত পরিচালক দীপঙ্কর দীপন। তাঁর ছোটগল্প ‘বাবা’ নিয়ে তৈরি হয়েছে শর্ট ফিল্ম। নির্মাণ করেছেন তরুণ পরিচালক নুরুল ইসলাম মিল্টন। এর আগেও কুমার অরবিন্দের একাধিক গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ও ধারাবাহিক নাটক। নির্মাতা ফেরারী অমিতের নির্দেশনায় চ্যানেল নাইনে সম্প্রতি প্রচারিত হয়েছে ছয় পর্বের ধারাবাহিক ‘নির্মাতা ও নাটক’। গাজী রাকায়েতের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক কুমার অরবিন্দের পাণ্ডুলিপি নিয়ে কাজ করেছেন।
যাপিত জীবনের নানাদিক কুমার অরবিন্দের গল্পের অনুষঙ্গ হয়ে ধরা দেয়। জীবনকে দেখার ও উপলব্ধি করার এক নিজস্ব ক্ষমতা আছে তাঁর। এবার ঈদুল আজাহায় দুইটি চ্যানেলের জন্য লিখেছেন একটি একক নাটক ও একটি টেলিফিল্ম। ‘প্রতীক্ষায় পূর্ণতা’ নামে টেলিফিল্মটি প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের পঞ্চম দিন রাত সাড়ে এগারোটায়। আর ‘তালাকনামা’ নামে একক নাটকটি প্রচারিত হবে ঈদের সপ্তম দিন বৈশাখী টেলিভিশনে রাত আটটা দশ মিনিটে। নাটক ও টেলিফিল্মটি নির্মাণ করেছেন নাট্য ও বিজ্ঞাপন নির্মাতা ফেরারী অমিত। নির্মাতা ফেরারী অমিত বলেন, ‘তালাকনামা’ নাটকটির মাধ্যমে হাস্যরসের আড়ালে সুন্দর একটি বার্তা দেবার চেষ্টা করা হয়েছে। অভিনয় করেছেন শেলী আহসান, শতাব্দী ওয়াদুদ, শ্রাবন্তী ঊর্মিলা কর প্রমুখ। আর ‘প্রতীক্ষায় পূর্ণতা’ একটি নিটোল প্রেমের গল্প। অভিনয় করেছেন শেলী আহসান, ইরফান সাজ্জাদ, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ। আশা করছি নাটকগুলো দর্শকের ভালো লাগবে।