মনে পড়ে শৈশব

0
581

মোঃ কাউছার আলম

এখনো তোমাকেই খুঁজি,

সত্যি বলছি আমি আজ,

মিথ্যা বলছিনা এতটুকুও,

তোমায় হারানোর ব্যথাটাই,

এখন আমার শেষ পুঁজি।

অনুভূতির প্রতিটা আঁচড়ে,

আজ ক্ষত বিক্ষত আমি,

তাকালেই দেখতে পাই,

তোমার অস্তিত্ব উঠোন জুড়ে,

যেন মিশে আছ শক্ত পাঁজরে।

আমাকে উন্মাদ করে,

স্মৃতিচারণ মুহুর্তে তোমার বিচরণ,

তোমাকে ছাড়া আমি যেন,

ডানা ছাড়া এক পাখি,

ঝাঁপিয়ে পড়ি তোমার তরে।

এ জীবনে আরেক বার তোমায়,

ফিরে পাবনা আর কখনো,

তবে স্বীকার করি দ্বন্দ্বহীন,

তুমি ছিলে আমার সোনালী দিন,

আনন্দ চাদরের কোমল বিছানায়।

কালের পরিক্রমায় হারিয়েছি,

সুখময় সেই অমূল্য আচরণ,

চোখের প্রান্তে আজ জল,

ভাবনায় শান্তি খোজে মন,

আমিও তোমার স্বাদে ভাসিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here