কবি আজহারুল কবির নিলয়
আমি পরাজিত হতে পারি
কিন্তু লড়াই করতে ভুলিনি।
আমি লেগে থাকতে পারি
কিন্তু থমকে যেতে আসিনি।
আমি পিছন পায়ে হাটতে পারি
কিন্তু কাল স্রোতে হারাতে আসিনি।
আমি পথ হারাতে পারি
কিন্তু পথ খোঁজার নেশা হারাইনি।
আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারো
কিন্তু মনোবল হারিয়ে চুপষে যেতে আসিনি।
আমাকে টেনে নিচে নামাতে চাইতে পারো
কিন্তু হেস্কা টানে সবাইকে ছাড়িয়ে মই বাইতে ভুলিনি।
আমাকে বন্ধুর পথে একা পথ চলতে হতে পারে
কিন্তু সত্যের পথে একা পথ চলতে দ্বিধাহীন আমি।।
আমি তেজস্বী,আমি সৈনিক
আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।