আদর্শের সৈনিক

কবিতা

0
590

কবি আজহারুল কবির নিলয়

আমি পরাজিত হতে পারি

কিন্তু লড়াই করতে ভুলিনি।

আমি লেগে থাকতে পারি

কিন্তু থমকে যেতে আসিনি।

আমি পিছন পায়ে হাটতে পারি

কিন্তু কাল স্রোতে হারাতে আসিনি।

আমি পথ হারাতে পারি

কিন্তু পথ খোঁজার নেশা হারাইনি।

আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারো

কিন্তু মনোবল হারিয়ে চুপষে যেতে আসিনি।

আমাকে টেনে নিচে নামাতে চাইতে পারো

কিন্তু হেস্কা টানে সবাইকে ছাড়িয়ে মই বাইতে ভুলিনি।

আমাকে বন্ধুর পথে একা পথ চলতে হতে পারে

কিন্তু সত্যের পথে একা পথ চলতে দ্বিধাহীন আমি।।

আমি তেজস্বী,আমি সৈনিক

আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here