কবি উম্মে কুলসুম মুন্নী
আমার ভয়গুলোকে সত্যি করে দিয়ে তুমি ঠিকই চলে গেলে।
তোমাকে হারাবার ভয়, একাকীত্বের ভয় নিয়ত ছিল আমার ।
আমাকে দেয়া নিজের সব প্রতীজ্ঞার কথা ও অনায়াসে ভুলে গেলে।
হাতে হাত রেখে পাশে থাকার সেই অঙ্গীকার আজ মিথ্যে হয়ে গেছে ।
একদিন আমার হাতটা নিজের বুকে রেখে বলতে সেখানে নাকি আমার জন্য কত শিহরণ !
সেদিন তোমার চোখের তারায় ভালোবাসা দেখেছিলাম,হয়তোবা তা ছিল আমার ভ্রম।
মনে পড়ে তোমার ? কোন কারণে কথা না হলে বার বার বলতে, কিসের শাস্তি দিচ্ছ আমায়,কি ভুল করেছি,,,,,
অথচ এখন ভুল করে ও দিব্যি ভাবো কিছুই হয় নি ।
এখন আর দেখা না হওয়ার,কথা না হওয়ার কোন আফসোস ও নেই তোমার ।
আমি কি ছিলাম শুধু তোমার কিছু আবেগী সময়ের সঙ্গী,,,, সময়ের সাথে যা শেষ হয়ে গেছে ,,,, তাই সুবাস হারানো শুকনো ফুলের মতো আমাকে ছুড়ে ফেলে দিলে ।।
আজকাল যাদের নিয়ে তোমার নিত্যদিন কাটে,
যাদের জন্য আমাকে অবহেলা করে দূরে সরিয়ে দিলে তাদের রং বেরংয়ের মোহে এতটা বিভোর হবে তুমি ভাবি নি কখনো ,,,,,,,
অবশ্য তোমাকে নিয়ে আমার ভাবনা গুলোই হয়তো ভুল ছিল,
তোমাকে আমার পৃথিবীর একমাত্র নক্ষত্র ভেবে সেদিক পানে চেয়ে থেকেছি কিন্ত কখন সে তার উজ্জলতা হারিয়েছে টেরই পাই নি,
তোমাকে জীবনের প্রথম আর শেষ ভালোবাসা ভেবে তোমার চোখে নিজের স্বস্তি খুজেছিলাম তা ও নিশ্চিহ্ন হয়েছে তোমার ছলনায়,,,,,,
আমার প্রথম প্রেম আর বন্ধু দুই হারিয়েছে তোমার রঙ্গিন ভুবনে বিচরণের বাসনায়,,,,,
ভালোবাসার রং সত্যি বদলায়,তোমায় দেখে জানলাম,
আবেগ আর রংয়ের মোহে পড়ে তুমি আজ অন্য মানুষ,
অন্য কারো প্রিয় হওয়ার অপেক্ষায় নিজেকে সাজাও নিত্যনতুন ঢংয়ে ,,,,
বিশ্বাস আর সম্পর্ক দুই হারিয়ে গেছে তোমার অভিধান থেকে,,,,,
সেখানে আজ আকাঙ্খা শুধু নতুন কামনার,,,,,
আমার প্রতীক্ষা কে উপেক্ষা করে করছ সুখের মিলন
যার আড়ালে মুল্যহীন আজ আমার নয়ন ভরা জল ।।।
উম্মে কুলসুম মুন্নী
লেখক ও আইনজীবী
ঢাকা,বাংলাদেশ