কবি শাহিনুর ইসলাম স্বপন
এক করোনার মহামারী
বিশ্ব কাঁপে ডরে,
কর্মহীনে জীবন যাপন
বন্দী সবাই ঘরে।
অনাহারী খাদ্যহীনে
ধুকছে অনাহারে!
ক্ষুধার জ্বালায় উদরখানা
জ্বলছে বারেবারে।
মরছে মানুষ বেহিসেবী
লাশের সারি সারি,
হাট-বাজারে নেই নিরাপদ
কিংবা, কারো বাড়ি!
স্বজনপ্রীতি ক্ষুন্ন হলো
ভিন্ন বাবা-ছেলে,
চারদিকে এক দৃশ্য দেখি
চক্ষু দু’টি মেলে!
এই ধরণি নিচ্ছে এখন
কঠিন প্রতিশোধ!
এ সবকিছু আমাদেরই
করতে হবে রোধ।