কবি তাহমিনা বেগম

মিস করি ফেলে আসা শৈশব
মিস করি স্কুলের প্রিয় বান্ধবীদের
মিস করি সেই মিসদের
কখনো পড়ায় ফাঁকি দিলে হাতে বেতের বাড়ির
আবার পরীক্ষায় ভালো করলে করতেন স্নেহ
বিশেষ করে হাসিনা মিসের আদর,
হাজার কাজের ভিড়েও এখনো মনে পড়ে শত।

স্কুলের পরে কলেজের দিনগুলো ছিল অম্লমধুর
পিটি আপার ক্লাস ফাঁকি দিলে কানধরে ওঠবস
করতে হতো
ভাইস প্রিন্সিপাল আপা ছিলেন বেজায় রাগী
ফুলচুরির অপরাধে একদিন দিলেন বেতের বাড়ি
ইকোনোমিক্সের সানজিদা আপা ইতিহাসের লুৎফুন আপা
টিউটোরিয়ালে সবসময় পেতাম হাইয়েস্ট নাম্বার
বান্ধবীরা মিসেস হিট্টি বলে ডাকতো
লজিকেও পেতাম হাইয়েস্ট
লুৎফা আপারও ছিলাম আদরের
ইংরেজীর বিলকিস আপা উফ্ কি যে মুগ্ধতা !
আপার ক্লাস কেউ ফাঁকি দিত না।
ইডেনে বাংলা নিতেন সানজিদা আপা
কথার যাদুকর বলা যায়
টিভিতে উপস্থাপনা করতেন তখন থেকেই ছিলাম আপার ভক্ত
সরাসরি ছাত্রী হয়ে হয়েছিলাম ধন্য
আরো যে কতো কতো আপাদের স্নেহের ছায়ায়
কাটিয়েছি কলেজ জীবন অনেক মায়ায়।
বান্ধবীরা ছড়িয়ে ছিটিয়ে আজ কে কোথায়?
একজন আছে স্কুলের বান্ধবী নিউইয়র্কে
প্রতিদিনই কথা হয় আছে সে লকডাউনে।
কিছু প্রিয় বান্ধবী আছে জানি ঢাকায়
বেশিরভাগ হারিয়ে গেছে জানিনা কে কোথায়?
তোদের মিস করি বেজায়।
প্রায় দুইমাস রয়েছি অন্তরীণ
ভালো লাগে না মনে পড়ে প্রিয় শৈশব,কৈশর,যৌবনের ফেলে আসা দিন।
জানি না পৃথিবী আবার কবে হবে করোনা মুক্ত
ভাই,বন্ধু,আত্মীয় সবার সাথে হতে পারবো যুক্ত!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *